নিজস্ব প্রতিবেদকঃঃ
সিলেট নগরীর জিন্দাবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ই মার্চ) রাত দেড়টার দিকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাদের আটক করা হয়।
ছাত্রলীগ নেতা জাবেদকে পালাতে সাহায্য করার ঘটনায় জিন্দাবাজার উত্তাল হয়ে উঠে।
পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদের অব্যাহত চাপের মুখে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যেতে বাধ্য হয়৷
এর আগে, রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে শনাক্ত করেন।
কিন্তু এর আগেই জাবেদকে নিরাপধে সরে যেতে সাহায্য করেন ঐ মার্কেটের রায়হান নামের এক ব্যবসায়ী। এসময় ছাত্র আন্দোলনের সময় আহত রেদওয়ান ও তার সহকর্মীদের সাথেও রায়হান খারাপ আচরন করেন।
ঘটনাটি জানাজানি হলে রেদওয়ান ও তার সহকর্মীরা তাৎক্ষনিক রায়হানের বিরুদ্ধে জিন্দাবাজারে অবস্থান নেন।
পরবর্তীতে কোতয়ালী পুলিশ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে আলোচনা করে জানান জাবেদ মামলার পলাতক আসামী।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ী আটক করা হয়েছে। পলাতক ছাত্রলীগ নেতাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।