পরিকল্পিত উন্নয়ন ও স্মার্ট নগরী গড়তে নৌকায় ভোটদানের আহবান
সুরমা টাইমস ডেস্কঃ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্থনে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পুস্প যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দেওয়ান ফরিদ গাজী বাসভবনে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে নগরীর ১১ নং ওয়ার্ডে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সদস্য এ জেড লায়লা জেবিন এর সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এ জেড রওশন জেবিন রোবা’র পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনীণ হোসেন, কয়েস গাজী, গাজী মো: সাহেদ,মহিলা আওয়ামীলীগ সিলেট মহানগর এর সাধারন সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগের সেক্রেটারী হেলেন আহমদ, আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী,
ডা. নাজরা চৌধুরী, রওশন চৌধুরী,আঞ্জুমান আরা, ডাক্তার নাজরা চৌধুরী, সাজেদা পারভীন, রোকেয়া চৌধুরী, খোদেজা ইসলাম,সুষমা সুলতানা রুহি, কোহিনুর সুলতানা, জেসমিন আক্তার নিলু,সাজনা চৌধুরী,গাজী মো: নাহিদ, যুব মহিলা লীগের মরিয়ম পারভীন, মরিয়ম বেগম, যুবলীগনেতা আব্দুল কাদির বুলেট, সেলিম আহমদ, ডা. শাম্মী চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, নৌকা হচ্ছে আমাদের প্রানের প্রতীক দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পরিকল্পিত উন্নয়ন ও স্মার্ট নগরী গড়তে নৌকায় ভোটদানের আহবান জানান।