নগর পিতা হতে নয় নগরের সেবক হওয়ার সুযোগ দানে নৌকায় ভোট দিন: আনোয়ারুজ্জামান চৌধুরী

 

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন নগর পিতা হতে নয় নগরের সেবক হওয়ার সুযোগ দানে নৌকায় ভোট দানের আহবান।সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর মিরাবাজারে কো-অপারেটিব মাঠ সংলগ্ন আগপাড়ায় উঠান বৈঠক তিনি একথা বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুল ওয়াহিদ দুলাল এর উদ্যোগে উঠান বৈঠকে সভাপতিত্বে করেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। গত রোববার রাতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ,

 

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা দিপংকর তালুকদার, আওয়ামী লীগ নেতা চন্দন শ্যাম পুরকায়স্থ, বরিশাল দাস, ওবায়েদ বিন বাছিত সুমন, বিশাল দে উৎস, রুম্মান রশিদ, শিহাব আহমেদ, সেলিম খান, হাজেরা বেগম, সুমী বেগম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।