Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নয়াসড়ক ইয়ুথ ফাউন্ডেশনের রক্ত দান কর্মসূচি পালন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নয়াসড়ক ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় রক্ত দান কর্মসূচি পালন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচীর আয়োজন হয়।

নয়াসড়ক ইয়ুথ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কল্লোল জ্যোতি বিশ্বাস এর সভাপতিত্বে ও সদস্য আব্দুল হামিদ টিটুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।

বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, সমাজসেবী ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী, কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-নয়াসড়ক এলাকার বাবু সুব্রত সেন মঙ্গল, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, কামরুল হোসেন রাজীব, ইসমাইল আহমেদ খোকন, মোঃ আবদুল ওয়াহিদ, এজাজ আহমেদ, নাহিয়ান আহমেদ, তৌকির আহমেদ ফাহিম, জামিল হুসেন, আবি আহমেদ, নওশাদ হুসেন রাইয়ান, তাহরিম মোস্তাক, রুবেল সিদ্দিকী, কাইয়ুম আহমেদ, রাজিব আহমদ জেবুল প্রমুখ।

 

 

==বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।