নিজস্ব প্রতিবেদকঃঃ

মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রসাশন।

গতকাল সোমবার ১০ই মার্চ দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

 

পরিবেশ অধিদপ্তর ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র‍্যাব -৯,ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে সুন্দ্রগাঁও ব্রিজের পাশে অবস্থিত আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি গুড়িয়ে দেওয়া হয়।

বিকেলে লামাপাড়া গ্রামে অবস্থিত ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট গুড়িয়ে দেওয়াসহ ফায়ার সার্ভিস টিম ইট ভাটার আগুন নিভিয়ে দেয়।

 

অভিযান পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মামুন, র‍্যাব-৯ এর সদস্যবৃন্দ ফায়ার সার্ভিস টিম ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গোয়াইনঘাটের অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

সঠিক কাগজপত্র না থাকায় আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং অঙ্গীকার নামার মাধ্যমে ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচাইট গুড়িয়ে দেওয়াসহ আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।