নগরীর মিরাবাজার থেকে ৩ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক::

সিলেট মহানগরীর মিরাবাজার এলাকা থেকে ছিনতাইয়ের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এ সময় ছিনতাইয়ের কাজে ব্যাবহার করা ১টি সিএনজি অটোরিকশা, ১ টি চাকু ও ৪ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গত শনিবার দুপুরে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গতকাল রবিবার (৯ই মার্চ) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (মিডিয়া) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৩টার দিকে মো. মনির হোসেন (৩৮) সিএনজি অটোরিক্সায় যাচ্ছিলেন।

এসময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার গলায় চাকু ধরে নগদ ৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

 

সিএনজি যাত্রীর চিৎকারে স্থানীয়রা ৩ জনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন:—
১. মোঃ আব্দুল হালিম (৬০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, ইসলামপুর, তাহিরপুর, সুনামগঞ্জ।
২. মোঃ শামীম আহমদ কবির (৫৪), পিতা-মৃত মছদ্দর আলী, চারাদিঘীরপাড়, সিলেট।
৩. মোঃ জীবন আহমদ (২৩), পিতা-মোঃ নূর ইসলাম, বড়ছড়া, তাহিরপুর, সুনামগঞ্জ।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে:—
১. সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- সিলেট-থ-১২-২০৮৬), ২. একটি ধারালো চাকু, ৩. ০৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন।
উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং: ২০, তারিখ: ০৮/০৩/২০২৫, ধারা: আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ রুজু হয় ।
থানার রেকর্ডপত্র র্পযালোচনা করে ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।