সুরমা টাইমস ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে বিয়ানীবাজার পৌরশহরে চত্বর নির্মাণ করা হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক নামকরণ সংক্রান্ত চত্বর নির্মাণের অনুমোদন দেয়ার পর এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের উপর অবস্থিত ডাকবাংলোর নীচে এই চত্বরের নির্মাণ কাজ শহীদ সাংবাদিক তুরাবের পারিবারিক অর্থায়নে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯শে জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব।
তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মাস্টার আব্দুর রহীমের ছেলে।
সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো: জাবুর বলেন, তার ভাইকে হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে। মামলা ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পনা হয়েছে।
তিনি হত্যাকান্ডে জড়িত সকল পুলিশ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। নিজেদের পারিবারিক অর্থায়নে চত্বর নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।