সুরমা টাইমস ডেস্ক :
সিলেট তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সেলফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বন্ধ ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে জাফলং কানাইজুড়ি শিমুল গাছ সংগ্লন্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার পর জাফলং কানাইজুড়ি শিমুল গাছ সংগ্লন্ন স্থানে সিলেটগামী একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়।
এতে কেউ হতাহত না হলেও বাসে থাকা সাত যাত্রী আহত হন। পরে তাদের নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।