তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা -আবুল কাহের চৌধুরী শামীম

সুরমা টাইমস ডেস্ক :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে।

৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নির্বাচনে বিলম্ব ও অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের স্থানীয় দুবাগ বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

তিনি দুবাগ বাজার ছাড়াও বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় উপজেলা ও দুবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দুবাগ ইউনিয়ন সভাপতি হারুন রশীদ, উপজেলা সহ-সভাপতি ফয়ছল আহমদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা যুবদলের সদস্য এবি কালাম, দুবাগ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি আব্দুল গনি, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ছানু মিয়া,

 

সহ সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, বিএনপি নেতা সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, সদস্য ইসমাইল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: পারভেজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সায়দুর রহমান আলমগীর, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী ইমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকমল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।