সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় আইন বিষয় সম্পাদক সিলেট সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ বলেছেন, সরকারের ভ্যাট ফি প্রদান করে সিএনজি চালিত অটোরিকশা ক্রয় করা হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এই যানবাহনগুলোর রেজিস্ট্রেশন প্রদান করেনি।
এর ফলে হাজারো গরিব মালিক ও শ্রমিক জীবিকার পথ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে, পেটের দায়ে কেউ কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পুলিশ প্রশাসন ৮-১০ হাজার টাকা জরিমানা করছে এবং গাড়ি আটক করে নিচ্ছে।
বর্তমানে শত শত সিএনজি চালিত অটোরিকশা পুলিশের হেফাজতে আটক রয়েছে। অবাক করার বিষয় হলো, সরকার ঘোষিত অবৈধ ব্যাটারি চালিত অটো রিকশা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি যানবাহন সিলেটের মেট্রো ও উপজেলাগুলোতে অবাধে চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তাই আমাদের (১) সিএনজি চালিত অটোরিকশা গাড়িগুলোর রেজিস্ট্রেশন প্রদান করা। (২) অন্যায়ভাবে আটক গাড়িগুলোর ছেড়ে দেয়া ও আইন প্রয়োগের নামে পুলিশী অত্যাচার-নির্যাতন বন্ধ করা এবং (৩) অবৈধ টমটম ব্যাটারি চালিত রিক্সা, টমটম-ইজিবাইক চলাচল বন্ধ করা।
শ্রমজীবী সিএনজি মালিক-শ্রমিকের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
তিনি গতকাল মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) বেলা ২টায় ভার্থখলাস্থ ৭০৭ এর কেন্দ্রীয় কার্যালয়ে জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ ও ২০৯৭ এর যৌথ উদ্যোগে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচী সফলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় আইন বিষয় সম্পাদক সিলেট সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ৭০৭ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজা আহমেদ রাজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, প্রবীণ শ্রমিক নেতা মোঃ মানিক খান,
৭০৭ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাষানী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরজ্জামান মনির, সিলেট জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মানিক মিয়া, এম বরকত আলী, সুজন মিয়া,
সেবুল আহমেদ আব্দুল জলিল, সবুজ মিয়া, নুর ইসলাম খান।
বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের মধ্যে, লালাবাজার শাখা-৭০৭ এর সভাপতি শফিক মিয়া, দয়ামীর শাখার সভাপতি মকবুল হোসেন, ঘরপুর শাখার সভাপতি আব্দুল জলিল, আজিজপুর শাখার সভাপতি চান্দ আলী মিয়া, ঘরপুর মাদ্রাসা শাখা-২০৯৭ এর সভাপতি খালেদ আহমদ,
জালালপুর ইউনিয়ন-৭০৭ সভাপতি শেখ সুহেল, বৈরাগী শাখার সভাপতি দুলাল আহমদ, মোগলাবাজার-৭০৭ এর সভাপতি সেবুল আহমদ, বিশ্বনাথ শাখার সভাপতি এবাদুল আহমদ,
আল-হেরা বিশ্বনাথ-৭০৭ সভাপতি ওয়ারিছ খা, বিশ্বনাথ পয়েন্ট শাখার সভাপতি কুতুব উদ্দিন, রামপাশা শাখা-২০৯৭ সভাপতি আব্দুল মন্নান, রেলগেইট শাখা সভাপতি আলাল মিয়া, ৭০৭ সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।