এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে মুনাঈম ও লবীব

সুরমা টাইমস ডেস্ক :

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের সাংবাদিকদের একমাত্র সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহের সুপারিশে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

 

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি ইমরান ইমনের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ মনোনীত হয়েছেন।

 

কমিটিতে সহসভাপতি শ্রীবাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান মনোনীত হয়েছেন।

 

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে শাহ্ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, ফাতেমা আক্তার সোনিয়া, আবু মুহতাদী চৌধুরী, আমিনা ছিদ্দিকা খান, মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভকে মনোনীত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।