সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় ও প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়। খেলা ধুলা সুস্থ দেহে ও সুস্থ মন-মানসিকতার জন্য সহায়ক। সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করতে হবে।

তিনি গতকাল সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেহপুর ইউনিয়নে ইলেভেন টাইগার স্পোটিং ক্লাব আয়োজিত ফতেহপুর মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন।

স্পোটিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনের যৌথ পরিচালনায় হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাদ উদ্দিন সাদ্দাম, ব্যাবসায়ী হাজী আব্দুল মছব্বির, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ইসলাম আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি জাহাঙ্গীর আলম, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,

ইউনিয়ন পরিষদের মেম্বার মুজাহিদুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন মেম্বার, যুবদল নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন যুবদল নেতা লোকমান আহমেদ, আমিনুর রশিদ, ক্লাব সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আব্দুল্লাহ ,পাবেল ও গোলজার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক ক্রীড়ামোদি জনতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।