মানবিক আচরণের মাধ্যমে অপরাধীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব

সুরমা টাইমস ডেস্কঃ

মানুষ জন্মগতভাবে অপরাধী নয়। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় মানুষ অপরাধকর্মে জড়িয়ে পড়ে। এরপরও কাউন্সিলিং, মানবিক আচরণ ইত্যাদির মাধ্যমে অপরাধীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

এটা সম্ভব হলে এক সময়ের অপরাধীরা এই সমাজেরই একজন হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থা সিলেট—এর সাধারণসভায় বক্তারা এ কথা বলেন। গত রোববার [১৬ জুলাই ২০২৩] সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

 

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক, সালমা বাছিত, নাজনীন হোসেন, মো আজহার উদ্দিন (জাহাঙ্গীর), এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বীর মুিুক্তযোদ্ধা মোঃ মনির উদ্দিন চেীধুরী, ডা. মোস্তফা শাহজাহান চোধুরী বাহার, হেলেন আহমদ, শাহানারা বেগম, আছমা কামরান, মো: আব্দুর রহমান জামিল, মো সোয়েব আহমদ, আব্দুল বাতিন ফয়সল, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, এডভোকেট আবদুস সাদেক লিপন প্রমুখ।

সভায় বিভিন্ন মামলায় প্রবেশন মঞ্জুরী প্রসঙ্গ, কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীদেরকে শীতলপাটির গুণগত মান বৃদ্ধিমুলক প্রশিক্ষণ বিষয়ে, সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিনোদনের জন্যে টেলিভিশন প্রদান বিষয়ে আলোচনা, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী—আয়—ব্যয়ের হিসাব, বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

সভার শেষ পর্যায়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। পদাধিকারবলে সিলেটের জেলা প্রশাসক সভাপতি, সহসভাপতি পদে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুর রফিক, পদাধিকার বলে কেন্দ্রীয় কারাগার সিলেট—এর সিনিয়র জেল সুপার, পদাধিকার বলে সিলেটের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সম্পাদক পদে পদাধিকার বলে প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, এবং নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি সালমা বাছিত, নাজনীন হোসেন, সহ: সম্পাদক পদে মো আজহার উদ্দিন (জাহাঙ্গীর), আইন সহায়তা সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল,নির্বাহী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চেীধুরী, ডা. মোস্তফা শাহজাহান চোধুরী বাহার,

হেলেন আহমদ, শাহানারা বেগম, আছমা কামরান, মো. আব্দুর রহমান জামিল, মো সোয়েব আহমদ, আব্দুল বাতিন ফয়সল, এডভোকেট আব্দুস সাদেক লিপন, এডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজ নির্বাচিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।