সুরমা টাইমস ডেস্ক :
আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন বিএনপিতে জায়গা না পান সে বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বিভিন্ন এলাকায় নীরবে-নিভৃতে আমাদের বিভিন্ন সংগঠনে ঢুকে যাওয়ার পায়তাঁরা করছে।
এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। কোনো অবস্থাতেই এরা যেন আমাদের সংগঠনে ঢুকতে না পারে। আমাদের সংগঠনকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ না করতে পারে।’
গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারিখ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণকে আশ্বস্ত করবেন।
বিএনপি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করছে। জনগণের জন্য ন্যায়সংগত যতটুকু করবেন, তার সপক্ষে আপনাদের সমর্থন দিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়। আমাদের সর্বাগ্রে জাতীয় নির্বাচন। পরে সরকার যে গঠন করবে, তারাই স্থানীয় সরকার নির্বাচন করবে।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটির জন্য সরকারের যা যা করা প্রয়োজন, তা করতে হবে।
সামনে মাহে রমজান আসছে, আওয়ামী ফ্যাসিস্টদের সেই সিন্ডিকেট থেকে বেরিয়ে এসে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতর থাকে, সেই ব্যবস্থা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম। জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।