নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাই পথে আসা ৬ টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) ।
গতকাল শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নস্থ পেকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার- ১২২৯ এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পেকপাড়া নামক স্থান হতে গতকাল শুক্রবার ভোরে ০৬ টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ৭ লাখ ৬০ লাখ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।