সুরমা টাইমস ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আগামী ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আগ্রহীরা নগরীর জিন্দাবাজার ইদ্রিস মার্কেটের নিচতলাস্থ ‘বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস’ থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
অন্যথায় মোবাইল নাম্বার: ০১৭১১-৮৮৭১৯১/০১৭১৫-৫৪৪১৩৭-এ যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে পারবেন।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান,
সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান।