আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি প্রতিযোগিতা

অদম্য শক্তিতে অমর একুশকে সম্মান জানিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সংগ্রামীকে সশ্রদ্ধায় স্মরণে আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের উদ্যোগে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি প্রতিযোগিতার।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় চৌকিদেখী আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে ক ও খ দু’টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আগে আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-কে নিয়ে আলোচনা অনুষ্ঠান। অনুষ্টানে স্কুলে প্রধান শিক্ষক শিশির সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন এড. ড. শহিদুল ইসলাম।

সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধার আলোচনায় পর অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতার। প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন আবৃত্তি প্রশিক্ষক মুক্তাক্ষরের পরিচালক বিমল কর। শেষে আবৃত্তি প্রতিযোগিদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এড. ড. শহিদুল ইসলাম ও সভাপতি শিশির সরকার।

 

=বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।