যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিকে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়কের অভিনন্দন

সুরমা টাইমস ডেস্ক:

যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. সাহেদ আহমদ।

গতকাল বুধবার (৫ই ফেব্রুয়ারি) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ এই শুভেচ্ছা জানান।

এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলন আরও শক্তিশালী হবে।

আমরা আশা করি, নতুন নেতৃত্ব দেশপ্রেম, আদর্শ এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল থেকে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে।”

তিনি আরও বলেন, “নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুক্তরাজ্যে দলের সুনাম ও শক্তিকে আরও সুদৃঢ় করবে।

শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত কমিটির প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেন। তিনি নতুন নেতৃত্বের সফলতা কামনা করে বলেন, যুবদল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটি সেই দায়িত্ব পালনে সাফল্য অর্জন করবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।