নিজস্ব প্রতিবেদক::
প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, সিলেটের কৃতি সন্তান ইনাম আহমদ চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
গতকাল সোমবার বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী বলেন, তাঁর বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাদিম চৌধুরী আরও বলেন, তাঁর বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে আছেন। তাঁরা ফেরার পর আগামী ৬ই ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।
অর্থনীতির ছাত্র ইনাম আহমদ চৌধুরী পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন।
বাংলাদেশ আমলে সচিবের দায়িত্বও পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও তাঁর রয়েছে।
অবসরে থাকা ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ১৯শে ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক আমলা ইনাম আহমেদ।
আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
ইনাম আহমদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯শে জুন সিলেটের গোলাপগঞ্জের বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী ছিলেন ঢাকার কমিশনার। মায়ের নাম রফিকুন্নেছা খাতুন চৌধুরী।
১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত থাকায় কলেজ থেকে বহিষ্কৃত হন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। উচ্চতর শিক্ষা নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে লন্ডনে বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ছিলেন ইনাম আহমদ। পরে ব্যাংককে জাতিসংঘের ‘এস্কাপ’ কমিশনের সেক্রেটারি, আইডিবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অবসরের আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও তিনি সামলেছেন।
ইনাম আহমদরা ছিলেন চার ভাই দুই বোন। বড় ভাই প্রয়াত ফারুক আহমদ চৌধুরী একসময় ছিলেন পররাষ্ট্র সচিব। আরেক ভাই সাবেক কূটনীতিবিদ ইফতেখার আহমদ চৌধুরী ২০০৭-০৮ মেয়াদের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।