নিজস্ব প্রতিনিধিঃঃ
নাশকতার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। পরে গতকাল (রোববার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জুয়েল এম এ মান্নান এমপি হওয়ার পর থেকে তার সাথে ব্যক্তিগত সহকারীর কাজ করতো এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, শান্তিগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করা হয়েছে।