সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন এলাকায় ছিনতাইকারীদের কবল নিরাপদ রাখতে এবং জান মালের নিরাপত্তা দিতে এসএমপির পুলিশ কমিশনার মো: রেজাউল করিম পিপিএম ( সেবা) এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের চৌকস কর্মকর্তারা ।
এরই ধারাবাহিকতায় সিলেটের বন্দর এলাকার মহাজনপট্টি রোডে কাষ্টঘরে সিলেট নগরের চিহ্নিত দুই ছিনতাইকারীর উপস্থিতি উপলব্ধি করতে পারে। পরে নেয়া হয় আইনি ব্যবস্থা।
গতকাল ২৬শে জানুয়ারী রোববার বিকেলে কাষ্টঘর থেকে মো: জুয়েল ও শাহেদুল ইসলাম সুমন নামে ২ যুবক কে অস্ত্রসহ আটক করে কোতোয়ালি থানার বন্দর পুলিশ ফাঁড়ি।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ওবাদুল্লাহ জানান, গতকাল ২৬শে জানুয়ারী রোববার বিকেলে গোপন সোর্সের মাধ্যমে ছিনতাই কারী জুয়েল ও সুমনের অবস্থান নিশ্চিত হওয়ার পর এএসআই (সহকারী ঊপ-পুলিশ পরিদর্শক) ইলিয়াস রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মো: জুয়েল ও সায়েদুল ইসলাম সুমন নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
সিলেটের কোতোয়ালি থানা পুলিশের ওসি জিয়াউল হাসান জুয়েলও সুৃমন নামের দুই ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এই দুইজন সিলেট মহানগরের চিহ্নিত ছিনতাইকারী। এদের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়,আটক জুয়েল বাবু পিরোজপুর জেলার বাড্ডা থানার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ এলাকার তারাবুনিয়া গ্রামের মো. আব্দুস সালাম মোল্লা এর ছেলে।সিলেটে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
আটক সায়েদুল ইসলাম সুমন৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার সিরাজ পাড়া গ্রামের মো.এবাদ উদ্দিনের ছেলে। সিলেটে তার বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছ চুরি ও ছিনতাইয়ের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , মূলত কাষ্টঘরে মাদক সেবন করতে এসে পুলিশের জালে আটক হয় চিহ্নিত ছিনতাইকারী জুয়েল ও সুমন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীদের হেফাজত হতে ০২(দুই) টি ধারালো চাকু উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়েছে।
সিডিএমএস পর্যালোচনায় উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা পাওয়া গেছে। আইী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।