সুরমা টাইমস বিনোদন ডেস্ক : একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ২০১৬ সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’র মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে তার রসায়নে বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। মাঝে বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। বর্তমানে দেশের দু’টি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। গেল বছর শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এবার তার পরবর্তী সিনেমা ‘বনলতা সেন’র অপেক্ষায় রয়েছেন নাবিলা। ২০২১-২২ সালের সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি খুব বেশি কাজ করি না। আমার ব্যস্ততা উপস্থাপনা নিয়ে। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি আমার খুব পছন্দের একটি কাজ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছি। জানা যায়, চলতি বছরের প্রথমভাগে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় এই সিনেমার।
অপেক্ষায় নাবিলা
- টিভিতে আজকের খেলা, ২১ জানুয়ারি ২০২৫
- সিলেট জুড়ে অসামাজিক কার্যকলাপ : ৩ দিনে ২০ নারী-পুরুষ গ্রেফতার