সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে তিনটি সেতু নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন কয়েক লাখ মানুষ। উপজেলা সদরের উপর দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীতে ওই তিনটি সেতু রয়েছে। জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে স্থাপিত সেতুগুলোতে চলাচলে প্রতিনিয়ত জনভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। সরজমিন দেখা যায়, দেড় বছরেরও বেশি সময় ধরে নলজুরের প্রধান সেতু খাদ্যগুদামের পুরনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণকাজ চলছে। নদীর আরেকটি দেবে যাওয়া ডাক বাংলোর ঝুঁকিপূর্ণ সেতুটি অতিরিক্ত যানবাহনের চাপে হুমকির মুখে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এটি সরু হওয়াতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।