সুরমা টাইমস রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে অনুষ্ঠিত ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর প্রিয় মাতৃভূমিকে নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মহল চাপে রাখার চেষ্টা করছে, এই সরকারকে ব্যার্থ করার চেষ্ঠা করছে। তারা দেশের সামগ্রীগ পরিস্থিতি অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। এসব দেশী-বিদেশী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে দেশে একটি রাজনৈতিক সরকারের বিকল্প নেই। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবী- প্রয়োজনীয় সংষ্কার শেষে অভিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।
আজ শনিবার বিকাল ৩ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পরগনা বাজার সংলগ্ন মাঠে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে একটি বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে জনগনের অতিপ্রিয় করে গড়ে তোলার চেষ্ঠা করে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্ঠা করছে। দেশের জনগন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ।
ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আনোয়ার হোসেন মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, রেজাউল করিম রায়হান, সাদিকুর রহমান টিপু, মোঃ সাহাদ মিয়া মেম্বার, ফখরুল ইসলাম পাপলু, রাজু চৌধুরী, আসাদুর রহমান রুয়েল, জহিরুল ইসলাম তানিম, বদরুল ইসলাম, শহিদুর রহমান কয়েছ, নুরুল ইসলাম শহিদ, আবুল কাশেম, মেহেদী হাসান রফি, রাহিবুল ইসলাম সুজন, হাফিজুল করিম সায়মন প্রমুখ।
- সাংবাদিক নিয়োগ দিবে সুরমা টাইমস
- সিলেটে ডিসেম্বর মাসে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত