সুরমা টাইমস রিপোর্ট : লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি ১ এর সাবেক ডিস্ট্রিক গভর্নর ও বিশিষ্ট্য চিকিৎসক লায়ন অধ্যাপক ডা: আজিজুর রহমান বলেছেন, লায়নীজমের কাজই হচ্ছে মানু্ষের সেবা করা। সেই ব্রত নিয়ে আমরা মানব সেবায় অবিরাম কাজ করে যাচ্ছি। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র-হতদরিদ্র, গরীব-অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সার্বিক উন্নয়নে লায়ন্স সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আগামী প্রজন্মের শিশুরা, শারীরিক,মানসিক ও সুস্থ্যতভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষে লায়ন্স শিশু হাসপাতাল সার্বক্ষনিক উন্নতমানের সেবা প্রদান করে যাচ্ছে।
লায়ন্স শিশু হাসপাতাল’র বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৪ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ একথাগুলো বলেন।
মানিকপীর রোডস্থ হাসপাতালের লায়ন জহির বক্ত হল রুমে আয়োজিত অনুষ্টানে লায়ন্স শিশু হাসপাতালের সভাপতি লায়ন জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মো: মাহবুবুল হকের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন ডা: শামিমুর রহমান, লায়ন ডা: এম এ মতিন, লায়ন ডা: শাহ জামান চৌধুরী বাহার, লায়ন ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী, লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবির। সেক্রেটারীর রিপোর্টের উপর বক্তব্য রাখেন লায়ন ডা: সোলাইমান আহমদ ও লায়ন্স শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন মোহাম্ম মুহিতুর রহমান। এসময় আরও রাখেন সাংবাদিক আবু তালেব মুরাদ, বায়জীদ মাহমুদ ফয়সল, লায়ন চন্দন শাহা, লায়ন কাজী মুকিত, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, ইমাম উদ্দিন, খালিকুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন হাফিজ মাওলানা আকমল হোসাইন।