সুরমা টাইমস রিপোর্ট : সিলেট নগরীর ৮নং ওয়ার্ডস্থ বৃহত্তর পাঠানটুলা, দর্জিপাড়া, করেরপাড়া, গোয়াবাড়ী, কুচারপাড়া এলকার মোহনা সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী ও প্রধান কার্যালয় ও মাছুম আহমদ স্মৃতি পাঠাগার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে ডিসেম্বর রাতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী ও প্রধান কার্যালয় ও মাছুম আহমদ স্মৃতি পাঠাগার এর ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মোহনা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। তিনি বলে মানুষ সামাজিক জীব। সমাজে বসবাসরত মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সামাজিক সংস্থা সমাজস্থ এমন একটি স্থান যেখান থেকে কোনো বিশেষ বিষয়ে সেবাদান করা হয়। সেবাদানের কেন্দ্রবিন্দু হলো সামাজিক সংস্থা । সব প্রতিষ্ঠান ও সংস্থা একদিকে মানুষের বহুমুখী প্রয়োজন পূরণ করে অন্যদিকে নানাবিধ সমস্যা মোকবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক প্রতিষ্ঠান সমাজ গঠনে মূল ভূমিকা পালন করে। এগুলোর মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং মানুষ তাদের সামাজিক ভূমিকা পালন করে থাকে। তিনি আরোও বলেন, মাদক এখন সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। কেননা মাদক সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে সেখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। মাদক আগ্রাসন যুবসমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে সে প্রশ্ন এখন জনমনে। আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। তিনি মোহনা সমাজ কল্যান সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক আমাদের আশেপাশে মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও ঐক্যবদ্ধ ভাবে মোহনা সমাজ কল্যান সংস্থার সবাইকে সাথে এর মোকাবেলা করার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনার উপদেষ্টা মন্ডলির সদস্য ফজলুর রহমান ফজলু, জহিরুল ইসলাম জহির, মো: মকবুল হোসেন খান, আব্দুল মতিন খান, এডভোকেট কল্যাণ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আজমল হোসেন, আমেরিকা প্রবাসী হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ফয়জুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও সিটি মডেল স্কুল ও কলেজের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, সিটি করপোরেশন এর কর্মকর্তা ভানুজয় দাস, কোম্পানিগঞ্জের সমাজ সেবা কার্যালয় এর কর্মকর্তা আবু সাঈদ।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুন সমাজসেবক বিশিষ্ট ব্যাবসায়ী আবুজাফর সুজন, বিশিষ্ট ব্যাবসায়ী রাশেদ আহমেদ ।
আরিফ আহমেদের কোরান তেলওয়াত ও জ্যোতিষ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইণজিনিয়ার রণজিৎ চৌধুরী, অসিতবরণ দে,বিশিষ্ট সমাজ সেবক রিপন এষ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী শাহেদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, বিশিষ্ট সমাজ সেবক মৃনাল সেন, শিক্ষক সুকেশ তালুকদার, সঞ্চু দেব, শাবলু পাঠক, নিপু দেব, শিন্টু দেব,নিখিল দে, গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, সুমিত দেব, সুমন দাস, লিটন ঘোষ, কিবরিয়া,তাজ উদ্দিন, সুফিয়ান,কামাল হোসেন, সেলিম আহমেদ, রুজু আহমেদ, অভি, সাকিব, জুয়েল দাস, সুব্রত রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।