সবার কাছে জমিয়তের দাওয়াত পৌঁছে দিন -মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

সুরমা টাইমস রিপোর্ট : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একশত নব্বই বছরের পরাধীনতা থেকে এই উপমহাদেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দানকারী এক ঐতিহাসিক সংগঠনের নাম জমিয়ত। আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার আদায়ে জমিয়ত চেষ্টা করে যাচ্ছে। আপনারা ঘরে ঘরে পুরুষ-নারী সবার কাছে এই সংগঠনের দাওয়াত পৌঁছে দিন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেছেন, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণির কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমাজ ও রাষ্ট্রের অপুরণীয় ক্ষতি সাধিত হবে,তাই আপনাদেরকে আগামী সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই মাঠ গুছাতে হবে।
আজ ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও নারায়নগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাওলানা হারুনুর রশীদ, মাওলানা কামালু্দীন দায়েমী,মাওলানা মাসরুর আহমদসহ বিভিন্ন প্রতিনিধিগণ। সভাপতির বক্তব্যে মুফতী মনির হোসাইন কাসেমী উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে বলেছেন, আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ যদি আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা এই সুযোগটাকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও এ লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিন।

প্রতিনিধি সম্মেলনে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মুফতী মনির হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা ফেরদাউসুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওলানা গিয়াস উদ্দীন আড়াইহাজারীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আংশিক কমিটি ঘোষণা করেন এবং অবশিষ্ট শুন্য পদগুলোতে জেলার অন্তর্গত উপজেলাগুলো থেকে সমান সংখ্যক প্রতিনিধি নেওয়ার নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।