সুরমা টাইমস রিপোর্ট : গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের অবৈধ দখল নিতে সাদপন্থীদের হামলায় ৪ জন নিহতের ঘটনায় জিড়তের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কোর্ট পয়েন্টে সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল ও সমাবেশে সিলেটের বিভিন্ন মাদরাসার সহস্রাধিক ছাত্র-শিক্ষক ও তাবলিগের মুসল্লি উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা মাওলানা সাদপন্থী তাবলীগ জামাতকে সিলেটের কোনো মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আল্টিমেটাম দেন।
বক্তারা অবিলম্বিত সাদপন্থীদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়ে বলেন- ওরা ফ্যসিবাদের দোসর। দেশের স্থিতিশীলতা রক্ষায় ওদের নিষিদ্ধ করতে হবে। এছাড়া অবিলম্বে এই ৪ মুসল্লির খুনিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট-এর নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সাগীর ও দারুস সালাম মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ-এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- শামীমাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, জামেয়া মাদানিয়া কাজির বাজার-এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুয জামান, দারুল হুদা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, দক্ষিণকাছ মাদরাসার মুহতামিম মাওলানা আখতার আহমদ, দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জামেয়াতুশ শারইয়ার মুহতামিম মাওলানা আবু মুহাম্মাদ ইয়াহিয়া, জামেয়া আবু-হুরাইরা-এর নায়েবে মুহতামিম মাওলানা ইয়াহয়া খান, মাওলানা আশরাফ আলী মিয়াজানি, মাওলানা আব্দুর রাহমান শাহজাহান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা লুৎফর রহমান এবং কাজির বাজার মাদরাসা ছাত্র সংসদের জি.এস আখতার আহমদ ও ছাত্র মুকাব্বির আহমদ প্রমুখ।
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৪তম উপশাখার উদ্বোধন
- খেজুরের রস পান করতে ছাতক থেকে সিলেট, ফেরার পথে লাশ হন তিন বন্ধু