মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

সুরমা টাইমস রিপোর্ট :  ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা’র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন  ১৯ ডিসেম্বর  সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোহাম্মদ আল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. হাসান আহমদের সঞ্চালনায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা গাজী শায়খ নূরে আলম হামিদী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা জয়নুল হক,শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহবায়ক মুফতি জামিল আহমদ কাসেমী,ছাত্র জমিয়তের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রমূখ।

পরিশেষে হাফিয ফাহিম আহমদকে সভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিয ছালিকুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে আগামি ২০২৫-২৬ সেশনের নব-নির্বাচিত প্যানেল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।