সুরমা টাইমস ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম ৪ জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকা থেকে তাদের জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটক ৪ জন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রুস্তমপুর গ্রামের তৈমুল্লাহ’র ছেলে ফজলু মিয়া (৪৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার কাইয়ুম মিয়ার ছেলে ফয়েজ (৩২), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাউক গ্রামের মৃত. মোস্তফা মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার ভাই মো. হুমায়ুন কবির (২৬)।
এসএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম চাদনীঘাট এলাকার আলাউদ্দিন মিয়ার পার্টসের দোকানের সামনে জুয়া খেলারত অবস্থায় এ ৪ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়।