এনসিপি থেকে শেলীকে অব্যাহতি

সুরমা টাইমস ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৪ই সেপ্টেম্বর আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। এরপর আপনার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠে আসে, যা প্রাথমিক তদন্তে সত্য প্রতীয়মান হয়েছে।’

 

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শেলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

শেলীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না, তার উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে।’

 

এর আগে, রোববার (১৪ই সেপ্টেম্বর) শেলীকে পাঠানো নোটিশে এনসিপি উল্লেখ করে, ‘আপনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা কুরুচিপূর্ণ ও অসাংগঠনিক।’

এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।