সুরমা নদীতে ভাসছিল অর্ধগলিত লাশ

সুরমা টাইমস ডেস্ক : সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। বর্তমানে পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ডিউটি ​​অফিসার এসআই আলমগীর। জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর আলমপুর সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পিছনে সুরমা নদীর দক্ষিণ অংশে পানিতে ভাসছিলো ঐ লাশটি। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। এসআই আলমগীর জানান, মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঐ ব্যক্তি আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ হবে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।