নবীগঞ্জে আগুনে ভস্মীভূত ১২টি গরু ও ১২ টি বসতঘর

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ

 

 নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর (নোয়াহাটি) গ্রামের মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ও ১২ টি গরু ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ২টা ৩০মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েল হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।

 

সুত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর (নোয়াহাটি) গ্রামের মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশের বাড়ীতে গভীর রাতে জ্বালানী কয়েল থেকে  আগুনের সূত্রপাত হওয়ায় সবাই ছুটাছুটি করতে থাকে।

নবীগঞ্জ  ফায়ার সার্ভিস আসার আগে ১২টি ঘর ও ১২টি গরু পুড়ে সব ছাই হয়ে যায়। পরে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।আগুনের ঘটনায় ঘর থেকে কোনো মালামাল বের কর সম্ভব হয়নি।

এ সময়  ঘরে থাকা ১২ টি গরু,ছাগল,হাস মোরগ, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা, প্রায় ২ হ্ধাজার মন ধানসহ ১২ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এসব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,ওসি ডালিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার জানান,সরকারীভাবে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে প্রতিটি প্রত্যেককে ২ বান্ডিল টিন,নগদ ৬ হাজার টাকা,৩০ কেজি করে চাল,৩টি করে কম্বল প্রদান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।