নবীগঞ্জে আগুনে ভস্মীভূত ১২টি গরু ও ১২ টি বসতঘর
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর (নোয়াহাটি) গ্রামের মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ও ১২ টি গরু ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ২টা ৩০মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েল হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।