নগরী থেকে ছাত্রলীগ নেতা রাহুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে রাহুল দেবনাথ (৩৫) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার নিজ বাসা থেকে রাহুল দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বাসা নং-২ এর বাসিন্দা জিতেন চন্দ্রনাথের ছেলে ও সিলেট জেলা ছাত্রলীগের নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক। তিনি বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল দেবনাথ।

সিলেট কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল বেদনাথ যাহার মামলা নং:- ২০,তারিখ: ১২/০২/২০২৫ ইং।

তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করলে আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়াও রাহুল দেবনাথের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৪ ইং।

উল্লেখ্য, গত ১৫ই জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে পিস্তল, শর্টগান, কাটা রাইফেল থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভয়ংকর স্নাইপার রাইফেলও ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সক্রিয় ছিল রাহুল দেবনাথ।

 

রাহুলসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের পক্ষ থেকে ছররা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের তথ্য থাকলেও প্রাণঘাতি বুলেট ব্যবহারের কথা স্বীকার করেনি কেউ।

 

অথচ ছাত্র আন্দোলনে সিলেট নগরীতে গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক ছাত্রজনতা। আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া প্রাণঘাতি অস্ত্রের গুলিতে বুলেট বিদ্ধ হয়ে এখনো ব্যাথায় কাতরাচ্ছেন অনেকেই।

এছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয়েছেন অনেকেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।