লুটপাটের সময় অপহৃত সেই শিশু উদ্ধার

সুরমা টাইমস ডেস্ক : ঢাকার আজিমপুরে বাসায় লুটপাটের সময় অপহরণ করা সেই শিশুকে উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এতে বলা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল লোক তাদের বাসায় ঢোকে।  দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় তারা তাদের শিশুসন্তানকেও নিয়ে যায়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।