পালানোর সময় তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান আটক

সুরমা টাইমস ডেস্ক : ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির হাতে আটক হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেন (৩৮)।

 আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তামাবিল সীমান্তে আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে তাকে আটক করা হয়। গোয়াইঘাট থানা পুলিশ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, তার বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ঐ মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিটক হস্থান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।