ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে ট্রাকটি প্রটোকল দিয়ে নিয়ে আসা অবৈধ চিনির মালিকের সাদা রঙ্গের নোহা গাড়ীটি ট্রাকের ঠিক পিছন পিছন আসছিল ,পরবর্তীতে পুলিশ ট্রাকটি আটক করায় সাদা নোহা গাড়িটি পালিয়ে যায়।
এই ঘটনায় আজ সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস.আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই একটি ট্রাক।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওনমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে চেকপোস্ট বসায় পুলিশ।
ট্রাকাটি ওই স্থানে পৌছালে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এসময় ট্রাক চালক সমিরন দাস (৩০) কে আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র।
চোরাচালানের পন্য পরিবহনের দায়ে ট্রাাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
আজ সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন মামলার বাদি ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ।
২শত বস্তা চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওনমানীনগর থানার অফিসার ইনচার্য ( ওসি ) মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।