ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সিলেটের আফজাল হোসাইন মান্না’কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে এই সংবর্ধনা প্রদান করেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা ও মহানগরের ছাত্র নেতৃবৃন্দ।
আফজাল হোসাইন মান্না ২০১৬ সাল থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে আদর্শিত সংগঠন ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের এমপির বিশ্বাসিত ভালোবাসার সংগঠন জাতীয় ছাত্র সমাজের ছাত্র রাজনীতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি আর এখনো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০১৬ সালে সিলেট মহানগরের আহবায়কের দায়িত্ব পান, ২০১৮ সালে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন, ২০২০ সালে জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন, ২০২২ সালে সিলেট জেলার আহ্বায়কের দায়িত্বে পান, এখন তিনি জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
আফজাল হোসাইন মান্না’কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় সিলেট জেলা ও মহানগরের ছাত্র নেতারা বলেন, আমরা আফজাল ভাইয়ের হাতে হাত রেখে সিলেট বিভাগের জাতীয় ছাত্র সমাজের ছাত্র রাজনীতিকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে রাজপথের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে অংশগ্রহণ রাখবো ইনশাআল্লাহ, পরিশেষে তারা এমন একটি সিদ্ধান্তের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি কে, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা ও মহানগর এবং জেলায় অবস্থানরত ১৩ টি উপজেলা সিলেট মহানগরের ২৭ টি ওয়ার্ড ছাত্র নেতার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
=বিজ্ঞপ্তি