উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়লো ৫ শতাধিক ঘর।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্ত হয় ।
ফায়ার সার্ভিসের একটি সূত্রে জানা যায় রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুন লাগার সাথে সাথেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ৫ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনের উৎপত্তি হয়েছে তা এখনো জানা যায়নি তবে অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।