রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের আর্থিক অনুদান প্রদান
সুরমা টাইমস ডেস্কঃ
রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফবিএমডি বলেছেন, মানুষের কল্যাণে রোটারী ক্লাব গুলো কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যান সাধনে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ একদিন বিশালতায় পরিণত হয়।
আন্তর্জাতিক মানের এ সকল সংগঠনগুলো দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ প্রদান করা। তবেই আমরা সমাজের দারিদ্রতা রোধকল্পে ভূমিকা রাখতে পারবো।
তিনি মঙ্গলবার সকালে নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন্দ গ্রামের অসহায় দরিদ্র ছকিনা বিবিকে ঘর নির্মাণ বাবদ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়া আরএফএসএম এর পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী পিএইচএফএমসি, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ,
আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, পিপি রোটারিয়ান বিধুভূষণ চক্রবর্তী এমপিএইচএফ, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ।