সুরমা টাইমস ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা— আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট—৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মনির হোসাইন। গত বুধবার (১৫ই নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মিসবাউর রহমান ভূঁইয়া প্রমুখ।
একই দিন (বুধবার) মনির হোসাইন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট—১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ—৩ আসনের এমপি এম এ মান্নানের কার্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।
এসময় দুই মন্ত্রী মনির হোসাইনকে এলাকার মানুষের জন্য অবিরাম কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত দুই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট—৩ আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ছিলেন মনির হোসাইন। এবারও তিনি এ আসন থেকে চাচ্ছেন দলের মনোনয়ন। এ লক্ষ্যে তিনি গত কয়েক মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছেন।
সিলেট—৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি—মহলের সঙ্গে মতবিনিময়, আলোচনা, উঠানবৈঠক এবং গণসংযোগ করছেন বেশ কয়েক মাস ধরে।
এছাড়াও এ তিন উপজেলাসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচিতে করছেন অংশগ্রহণ।
সর্বোপরি গত এক যুগেরও বেশি সময় ধরে সহায়তা নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গরিব—দুঃখী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন মনির
হোসাইন। অব্যাহত রয়েছে তাঁর এমন সমাজসেবামূলক কার্যক্রম।