রহমানিয়া ওভাসিজ এর ওমরাহ হজ্জ কাফেলায় ১৭ জন নারী-পুরুষ সিলেট ওসমানী বিমান বন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য রওনা দিয়েছেন। বিগত দিনে হজ্জ ও ওমরাহ পালন কারীরাই রহমানিয়া ওভাসিজ এর ভালো ব্যাবস্থাপনা সন্তোষনক হওয়ায় পরিবার নিয়ে যাচ্ছেন বলে জানান ওমরা পালনকারীরা।
বুধবার (১৫ নভেম্বর) বিমান বন্দরে বিদায় প্রদানকালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১টা ৩০মিনিটে মদীনার উদ্দেশ্যে রওনা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাহমানিয়া ওভারসীজ সিলেট এর প্রোপাইটর আলহাজ্ব মাওলানা মো. আব্দুল আলীম ছায়েব জাদায়ে বর্ণী, কামাল বাজার মুল্লাবাড়ীর মসজিদের ইমাম মাওলানা মো. সফিকুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা কামরুল ইসলাম, হজ্বযাত্রী মকসুদ চৌধুরী প্রমুখ।
মোনাজাত পরিচালানা করেন রাজাম্যানশনের ইমাম হাফিজ মাওলানা গোলাম মাওলা।
—বিজ্ঞপ্তি