রূপালী ব্যাংক লিমিটেড দক্ষিণ সুরমার স্টেশন রোড শাখার উদ্যোগে ৫নং সিলাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের স্টেশন রোড শাখার শাখা ব্যবস্থাপক বখশ মো. আবুল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপংকর সূত্রধর।
ব্যাংকের জোনাল অফিস সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোজাদ্দিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাজিপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ মো. হোসাইন আহমদ।
গীতা পাঠ করেন ব্যাংকের স্টেশন রোড শাখার অফিসার পরাগ আচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ১৫জন ঋণ গ্রহীতার মাঝে কৃষি ও পল্লীর ঋণের বিভিন্ন খাতে সর্বমোট দশ লক্ষ টাকার ঋণ বিতরণ করেন।
—বিজ্ঞপ্তি