ফের এক দিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির
সুরমা টাইমস ডেস্কঃ
এক দিন বিরতি দিয়ে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এটি বিএনপির পঞ্চম দফার অবরোধ কর্মসূচি।
এবারও অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রবিবার (২৯শে অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।
হরতাল শেষে একদিন বিরতি দিয়ে গত ৩১শে অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২রা নভেম্বর।
এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরো ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি। পরে ১১ ও ১২ নভেম্বর আবার অবরোধের ডাক দেয় বিএনপিসহ বিরোধীরা।