“মোবাইল উদ্ধারে পুলিশ ভরসা ” হারানো ২১টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ

দূর্গেশ সরকার,বাপ্পী গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন সময়ে হারানো বা খোয়া যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আশেপাশের ব্যক্তিরা বিভিন্ন সময়ে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন মালিকরা পুলিশ তদন্ত কেন্দ্রে এসে জিডি করেন।

 

জিডি মূলে মোবাইল ফোনের উদ্ধার কাজে শুরু করে এএসআই ছালেক, তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে প্রশংসা কুড়িয়েছেন সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনর্চাজ নির্মন কান্তি দেব ও এ এস আই ছালেক ।

হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তার সবাই খুব খুশি। হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই জানান, ফোন ফিরে পাবে সেই আশা ছেড়ে দিয়েছিল অনেকেই।

 

হারানো ফোন দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে পারে- সেই কাজের দায় আমাদের ওপর আসতে পারে ভেবে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র জিডি করেন অনেকেই।

 

মোবাইল ফোন উদ্ধার হওয়ার সঙ্গ সঙ্গেই এএসআই ছালেক আহমেদ ফোন দিয়ে তাদের জানান- আপনার ফোন উদ্ধার করা হয়েছে।

 

এ এস আই ছালেক আহমেদ জানান, হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তোলে দিতে গিয়ে তাদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারি না।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ নির্মল কান্তি দেব বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যাবহার ক্ষেত্রে পুলিশ সদস্যরা পিছিয়ে নেই, হারানো বা খোয়া যাওয়া মোবাইল উদ্ধারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ সদস্যরা মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এ কে নজরুল বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্যারের সার্বিক দিকনির্দেশনায় হারনো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, গোয়াইনঘাটের পুলিশ।

এই কাজের সাথে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।