গোয়াইনঘাটে গোলাপ মিয়া’র ঈদ উপহার বিতরণ
গোয়াইনঘাট প্রতিনিধিঃঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়ার পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে মানুষের মাঝে এ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন গোলাপ মিয়া।
শাড়ী ও লুঙ্গি বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।