সুরমা টাইমস ডেস্ক :
দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংসহ সবকটি পাথর কোয়ারি (ইসিএ-বহির্ভূত এলাকায়) পরিবেশ সম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩শে নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র উদ্যোগে স্থানীয় মামার বাজার পয়েন্টে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক ও দৈনিক সোনালী কণ্ঠ’র বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র কার্যনির্বাহী সদস্য ও গোয়াইনঘাট সংসদ’র সম্পাদক এমএ রহিমের সঞ্চালনায় বক্তারা বলেন, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব গরীব, অসহায় ও মেহনতি মানুষের কথা বলে।
দীর্ঘ ৭ বছর ধরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারি ও বিভিন্ন বালু মহাল থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় এসব অঞ্চলের প্রধানতম বারকি পেশায় সম্পৃক্ত দশ লক্ষাধিক মানুষ ও ২০ সহস্রাধিক ব্যবসায়ী আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
বক্তারা আরো বলেন, সিলেটে ভয়াবহ বন্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাথর কোয়ারি বন্ধ করা। দীর্ঘদিন ধরে পাথর কোয়ারী ও বালু মহাল বন্ধ থাকায় ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং সহ অন্যান্য পাথর মহালগুলোর উৎসমুখ ভরাট হয়ে গেছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে আসা পলিমাটি, বালুতে সিলেটের সকল নদ-নদী, খাল বিল, নদীনালা, হাওর ভরাট হয়ে গেছে।
ফলে নদ-নদী, খাল বিলের পানির ধারণ ক্ষমতা না থাকায় মানুষের ভিটে বাড়ি তলিয়ে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অপরদিকে মাছের বিচরণ বিনষ্ট হয়েছে। রিজার্ভের ডলার সংকট, রিজার্ভের ডলার দিয়ে নিম্নমানের পাথর আমদানী, দেশের হাজার হাজার ব্যবসায়ীদের শত শত কোটি টাকা অবৈধ চোরাই পথে ভারতের ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে, এদেশের পাথর মহাল বন্ধ থাকায় বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন স্থানে এলসির পাথর চড়া দামে বিক্রি হচ্ছে। দেশের পাথর মহালগুলো উন্মুক্ত থাকলে প্রতিযোগিতার বাজারে কম দামে পাথর পাওয়া যাবে।
এসময় বক্তব্য রাখেন জৈন্তাপুর অনলাইন রিপোর্টাস ক্লাবের সভাপতি সোহেল আহমদ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু,
জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার সোয়েব রানা, একুশে সিলেট’র স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জান্না, একুশে সিলেট’র গোয়াইনঘাট প্রতিনিধি জহির হোসেন।
এছাড়াও শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং ট্রাকচালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, মামার দোকান পাথর প্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল মিয়া, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মামার দোকান পাথর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বৃহত্তর জাফলং হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. রশিদ খান, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়া।