লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

সুরমা টাইমস ডেস্ক :

ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য গোয়াইনঘাট উপজেলার জাফলং মামারবাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের জাফলংয়ের রাধানগর বাজারে স্থানীয় মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তি দিতে হবে।

 

এসময় বক্তারা, সাবেকমন্ত্রী ইমরান আহমদ ও বাহিনী গোয়াইনঘাট থেকে বিএনপি নির্মুল করতে লিটনের মতো একজন প্রতিবাদি যুবককে সাজানো মামলা দিয়ে তরিগড়ি করে ফরমায়েদি রায় দিয়ে তাকে মৃত্যুর মুখে টেলে দিয়েছে।

বক্তারা অভিলম্বে রাজনৈতিক প্রতিহিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

এ সময় আব্দুল মালিক লিটনের বাবা আব্দুস শহিদ মিয়া, লিটন মুক্তি পরিষদের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান,

 

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামীকে ২০১৯ সালের ২৬শে সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে।

 

এই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং ওপর দুই জন আসামীকে খালাস প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।