দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে: ইউ এন ও তাহমিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে, কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে।

একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় কাজ করতে হবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে।

 

আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মধ্য জাফলং সন্তান কমান্ডের সভাপতি তোফায়েল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিটের আওতাধীন ৬ টি ইউনিয়ন সন্তান কমান্ডের কর্মী সম্মেলন ও মুক্তি যোদ্ধা সমাবেশ ২০২৩ উপলক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মালিক,

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহসভাপতি ইউপি সদস্য কামাল হোসেন,

শাহীন আহমদ, দিলকাস আহমদ, ময়ুর মিয়া,চান মিয়া,দুলাল মিয়া,টিপন আহমদ, মখলিছুর রহমান,সুজন মিয়া,মিনহাজ উদ্দিন, শাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।