“মঙ্গল শোভাযাত্রা কোনো ধর্মের বা গোষ্ঠীর অন্তর্গত নয়, এই উৎসব হোক বাঙালির জীবনের সাথে অশুভ শক্তি বিনাশের প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে মঙ্গল শোভাযাত্রা করবে সম্মিলিত সামাজিক আন্দোলন ও গ্রাসরুটস।
নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ কে স্বাগত জানাতে সংগঠনদ্বয়ের উদ্যোগে (১৪ এপ্রিল) সকাল ৯টায় নয়াসড়কস্থ আনন্দ টাওয়ার এর সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আনন্দ সমাবেশে মিলিত হবে।
শোভাযাত্রা ও আনন্দ সমাবেশে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সকল কর্মী সদস্যকে নিজ সংগঠনের ব্যানারে বাংলার ঐতিহৃকে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গল শোভাযাত্রাকে প্রানবন্ত করে তোলার জন্য সকল শ্রেনীর সর্বস্তরের নারী পুরুষ সকলকে অংশগ্রহন করার অনুরোধ জানানো হয়েছে।
—বিজ্ঞপ্তি .